বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে এমপির  মতবিনিময়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে এমপির  মতবিনিময়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকদের সঙ্গে স্থানীয় এমপি মো. আবদুর রশিদ মতবিনিময় করেছেন। 

গত শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব হলরুমে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি সাবেক অধ্যক্ষ মো. আবদুর রশীদ।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বিএসসি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. এ.গণি, পৌর আ.লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

টিএইচ